সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামপন্থি দলের রাজপথে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ‘গণতন্ত্রের জন্য শুভ নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি, এটার (কর্মসূচি) কোনো প্রয়োজন ছিলো না। আলোচনা তো শেষ হয়নি এখনো। আলোচনা চলছে, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে, এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা।” “যেটা আমি মনে করি যে, গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।” এদিন জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তাদের পাঁচ দফা দাবি হল- জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা...