জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা। আইরার জন্মের চার বছর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন এ তারকা দম্পতি। বর্তমানে তারা আলাদা সংসার করছেন। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেত্রী মিথিলা। সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও। তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এ দম্পতি। অন্যদিকে চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে ভালোবাসার রং লেগেছে। স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বর্তমানে নিউইয়র্কের বাসিন্দা। পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব রয়েছেন এ দম্পতি।...