নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল পলিসি কমপিটিশনের (জাতীয় নীতি-নির্ধারণী প্রতিযোগিতা) গ্র্যান্ড ফিনালে হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘ট্রাইলেক্স’। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘অডি ৮০১ হল’-এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড মুটিং সোসাইটি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীতি, উন্নয়ন ও নেতৃত্ব নিয়ে অর্থবহ আলোচনায় সম্পৃক্ত করা। ন্যাশনাল পলিসি কমপিটিশনের গ্র্যান্ড ফিনালের সকালের সেশনে ফাইনালিস্ট দলগুলো তাদের উদ্ভাবনী, গবেষণামূলক ও বাস্তবভিত্তিক সমাধানসমৃদ্ধ নীতিপত্র উপস্থাপন করেন। সেগুলো মূল্যায়ন করেন একদল বিচারক। বিচারকরা অংশগ্রহণকারীদের বিশ্লেষণী গভীরতা, সৃজনশীলতা ও পেশাদারত্বের প্রশংসা করেন। বিশেষভাবে তারা প্রস্তাবিত নীতিসমূহের মৌলিকতা এবং বাস্তবজীবনে...