সাতক্ষীরা:শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আটদিন পণ্য রপ্তানি বন্ধ রাখবেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে বাংলাদেশ সরকারের নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে চাল আমদানির মেয়াদ। এমন পরিস্থিতিতে এলসি করা চাল দেশে আনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা। এদিকে সময়সীমা ঘনিয়ে আশায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানির হিড়িক পড়েছে। বেড়েছে ভারতীয় গাড়ির চাপও। তবে নির্ধারিত সময়ে চাল আনতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা।সাতক্ষীরার ভোমরা কাস্টমসের তথ্যমতে, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে ভারত থেক সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য নির্বাচিত ২৪২টি ব্যক্তি/ প্রতিষ্ঠানের অনুকূলে ৪ লাখ ৬১ হাজার মেট্রিক টন সিদ্ধ ও ৩৯ হাজার মেট্রিক টন আতপ চাল মিলে মোট ৫ লাখ মেট্রিক টন বরাদ্দ প্রদান করে খাদ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী গত ১৯ আগস্ট থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু...