১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নস্যাৎ, গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহা বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, এই সুযোগে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আবার ফিরে আসতে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে পরে। অহেতুক আন্দোলনের নামে বিভাজন, উত্তেজনা, বিশৃঙ্খলা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। জনসমর্থনহীন দাবীতে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে না। বুধবার (১৮ সেপ্টেম্বর) জুগলি ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল ৪ টায় ইসলামপুর এব্তেদায়ী মাদরাসা মাঠে ৪ নং ও সন্ধ্যায় জুগলি উচ্চ বিদ্যালয়ে ৫ ও ৬ নং ওয়ার্ডের সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, পিআর নিয়ে জমায়াত নিজেরাই আন্তরিক নয়। মাসের পর মাস চলা ঐকমত্য কমিশনের...