অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। প্রথমে পরিচালক নির্বাচনে অংশ নিবেন, এরপর বিসিবি সভাপতি। যদিও এমন কোনো নিয়ম নেই যে, ক্রিকেট ছেড়ে তারপরে নির্বাচনে অংশ নিতে হবে। তবে সাধারণত ক্রিকেট ছেড়েই বোর্ড নির্বাচন করতে দেখা যায় সবাইকে। তামিম অবশ্য জাতীয় দলকে বিদায় জানালেও এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। আলাপ উঠেছে, কবে ক্রিকেটকে বিদায় জানাবেন তামিম? দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে তামিমকে প্রশ্ন করা হয়, নির্বাচনে জিতলে তাকে আর ক্রিকেটে দেখা যাবে কি না? উত্তরে তামিম বলেন, ‘যদি বোর্ড পরিচালক হয়ে যাই, যদিও এখানে কোনো কিছু এরকম করে উল্লেখ করা নাই যে আমি (খেলতে পারব বা পারব না)... বাট আমার...