১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম প্রশ্ন : নবী ও রাসুলদের ছাড়া অন্য কারো নামের শেষে ‘আলাইহিস সালাম’ ব্যবহার করা যাবে কি না? উত্তর : আমাদের দেশের প্রচলন অনুযায়ী শুধু নবী রাসূল ও ফেরেশতাগণের ক্ষেত্রেই ‘আলাইহিস সালাম’ ব্যবহার করা হয়। শাব্দিক অর্থ হিসাবে এর ব্যবহার সবক্ষেত্রে হতে পারে। যেমন, যে কোনো মুমিন ব্যক্তিকে ‘আসসালামু আলাইকুম’ বলার মতোই ‘আলাইহিস সালাম’ বলা যায়। তবে, বৈশিষ্ট্য হিসাবে পরিভাষা তৈরি হয়। উম্মতের বৃহৎ অংশ কেবল নবী রাসূলগণের জন্যই ‘আলাইহিস সালাম’ শব্দটি নির্দিষ্ট করেছে। যেমন, মৃত নেককার ব্যক্তিদের জন্য ‘রাহমতুল্লাহি আলাইহি’ বলা হয়। এটিও সালামের সময় মুসলমান মাত্রকেই বলা যায়। সাহাবায়ে কেরামের জন্য ‘রাদিয়াল্লাহু আনহু’ পরিভাষা হিসাবে প্রতিষ্ঠিত। আরবদের অনেকে তাবেঈ, তাবে-তাবেঈদের জন্য ‘রাদিয়াল্লাহু আনহু’ ব্যবহার করে। শব্দের অর্থ...