এশিয়া কাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আফগানিস্তানের। শঙ্কা আছে শ্রীলংকারও, রুখতে হবে বড় ব্যবধানের হার। এই ম্যাচে চোখ বাংলাদেশেরও। লংকানরা হেরে গেলেই বিদায় নেবে লিটন ব্রিগেড। এমন ত্রিমুখী সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রশিদ খান। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি গড়াবে রাত ৮.৩০টায়। শ্রীলংকা তাদের দলে একটি পরিবর্তন রেখেছে। মাহেশ থিকসেনার জায়গায় এসেছেন দুনিথ ওয়াল্লাগে। আফগানরা তাদের একাদশে সব শেষ ম্যাচ থেকে রেখেছে দুটি পরিবর্তন। মাস্ট-উইন ম্যাচে গুলবাদিন নাইব ও গজনফারের জায়গায় খেলছেন মুজিব উর রহমান ও দারউইস রসুলি। টি-টোয়েন্টিতে আটবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। এরমধ্যে লংকানরা পাঁচবার ও আফগানরা তিনবার জয় পেয়েছে। সমীকরণ মেলানোর ম্যাচে লঙ্কানরা একাদশে বদল নাও আনতে পারে, তবে আফগান শিবিরে পরিবর্তন আসতে পারে কয়েকটি। সমীকরণ বলছে, আফগানিস্তানের বিপক্ষে...