বলিউডের এক স্মরণীয় রাত ছিল ১৭ সেপ্টেম্বর। আরিয়ান খানের পরিচালনায় ‘ব্যান্ডস অফ বলিউড’ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহরুখ খান, কাজল, গৌরী খান, সুহানা খান এবং অজয় দেবগন। কাজল তার ইনস্টাগ্রামে প্রিমিয়ারের কয়েকটি মুহূর্ত শেয়ার করেছেন। সেগুলো ছিল তার ভক্তদের জন্য এক চমক। প্রথম ছবিতে দেখা যায় কাজল অজয় দেবগন এবং শাহরুখ খানের মাঝে দাঁড়িয়ে হাস্যরসের মুহূর্ত সৃষ্টি করছেন। তিনি উভয়কে কাছে নিয়ে বলেন, ‘দ্য বিপ-বিপস অফ বলিউড’। এটি শোনার সঙ্গে সঙ্গে সবাই হেসে ফেলেন। এরপর কাজল নিশ্চিত করেন যে তিনি ঠিকই বলছেন। শাহরুখও তা স্বীকার করেন। এরপর কাজল লাল কার্পেটে অজয়ের সঙ্গে দারুণ কিছু ছবি তুলেন। পরবর্তী ছবিতে শাহরুখ ও আরিয়ান খানের সঙ্গে একটি সেলফিতে তাকে বেশ উত্তেজিত দেখা...