ঢাকার কেন্দ্রবিন্দু মহাখালীতে অবস্থিত তিতুমীর কলেজে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৫ হাজার। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সুপেয় পানির সমস্যা বেশ আগ থেকেই। এই সমস্যার কথা মাথায় রেখে সুপেয় পানির ফিল্টার বসালেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিহাদ হাওলাদার। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানটির আরেক ছাত্রনেতা নোবেল হোসেন সূর্য প্রথম ছাত্রদলের উদ্যাগে ক্যাম্পাসে সুপেয় পানি সংকট মুক্ত করতে কয়েকটি ফিল্টার বসান। ছাত্রদল নেতাদের এমন উদ্যোগকে স্বস্তি প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, নিঃসন্দেহে এগুলো শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত। ছাত্রদলের এই ধরনের কর্মকান্ডে সকল শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে। এ ব্যাপারে ছাত্রনেতা জিহাদ হাওলাদার যুগান্তরকে বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল বরাবার শিক্ষার্থীবান্ধব। শিক্ষার্থীদের কল্যাণ মাথায় রেখেই তারা সকল কর্মসূচি গ্রহণ করছে। সাধারণ ছাত্র-ছাত্রীরা যেনো ক্যাম্পাসে নির্বিঘ্নে সকল ধরণের সুযোগ সুবিধা ভোগ করতে পারে ও কোন কিছু নিয়ে জটিলতায় না পড়ে, সেই...