নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘বিদ্যুৎ আমদানি না করে কিভাবে ঘরের ছাদে প্রাকৃতিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেটা সরকার ভাবছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আগে একটা সিদ্ধান্ত ছিল প্রতি মাস পরপর বিদ্যুতের দাম বাড়বে। কিন্তু আমরা দায়িত্ব নেয়ার পর এক বছর হয়েছে, বিদ্যুতের দাম বাড়াইনি। তিনি বলেন, ‘আগে সরকার বিদ্যুৎ ও জ্বালানি নিয়ন্ত্রণ করত। সচিবরা খাতের চেয়ারম্যান হতেন। আমরা দায়িত্ব নেওয়ার পর বলেছি এটা করা যাবে না। সচিব খাতের চেয়ারম্যান হতে পারবেন না। বিদ্যুৎ আগে সরকার নিয়ন্ত্রণ করলেও আমরা সেটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-কে ফিরিয়ে দিয়েছি ‘বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে বিদ্যুৎ উপদেষ্টা এসব কথা বলেন। মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন,...