মেট্রোরেল এমআরটি লাইন-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার পদক্ষেপ নিতে নাসিকের প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার বিকেলে নাসিকের নগর ভবনের সম্মেলনকক্ষে নবাগত প্রশাসকের সঙ্গে মিটিংয়ে এ দাবি জানান চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া। এসময় নারাায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদমরসুল সেতুর পশ্চিমাংশের মুখ এবং ডাবল রেললাইন প্রকল্প নিয়ে সৃষ্ট জটিলতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবাগত প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়াসহ আরো অনেকে। মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেন, নারায়ণগঞ্জ যদি অচল হয় তাহলে ইকোনমিক জোনটা অচল হয়ে যাবে। এজন্য মেট্রো রেল...