১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম মার্কিন কৌতুক অভিনেতা ও উপস্থাপক জিমি কিমেলের জনপ্রিয় লেট-নাইট টক শো "Jimmy Kimmel Live!" অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এবিসি টেলিভিশন। কিমেল সম্প্রতি অভিযোগ করেছিলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলন চার্লি কার্ক হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এর পর থেকেই শো বন্ধের জন্য সরকারের চাপ বাড়তে থাকে।এবিসির মালিক ডিজনি এক বিবৃতিতে জানিয়েছে, “Jimmy Kimmel Live! অনির্দিষ্টকালের জন্য প্রি-এম্পট করা হবে।” প্রি-এম্পট অর্থ, ওই সময়ের জন্য বিকল্প অনুষ্ঠান সম্প্রচার করা হবে। মত প্রকাশের স্বাধীনতায় নতুন আঘাত:এ সিদ্ধান্তকে সমালোচকরা বলেছেন, এটি সরকারের সমালোচনামূলক কণ্ঠস্বর দমনের বড় ধরনের পদক্ষেপ। বিশেষ করে মিডিয়া, শিক্ষা ও ব্যবসায়িক অঙ্গনে যারা ট্রাম্প প্রশাসনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তাদের ওপর দমননীতি আরও জোরদার হয়েছে।ট্রাম্প প্রশাসন ও সমর্থকেরা চার্লি...