১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম আগামী নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক অর্জন করতে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগ্রহী হলে মাইলফলক স্পর্শ করার সুযোগ তৈরি হয় মুশফিকের। আগে থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ নির্ধারিত ছিল। কিন্তু আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট বাদ দিয়ে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু আলোচনার মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজই বহাল রাখে দু’দেশের ক্রিকেট বোর্ড। ২০০৫ সালের মে’তে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৯৮ টেস্টে ৩৮.১২ গড়ে ৬৩২৮ রান করেছেন তিনি। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে...