তবে কখনো কখনো দৃশ্য বদলায়। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে রংপুরের তারাগঞ্জে ৬ মাস বয়সী কন্যা জুহি রানীর মৃত্যুর ঘটনা। ছোট্ট জুহীকে গলা কেটে হত্যা করেছে মা তুলসি রানী (২৭)। এক ভিডিওতে দেখা যায় নিজের সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনা অবলীলায় স্বীকার করছেন মা। সন্তান প্রসবের পর সাত রাজার ধন কাছে পেয়েও সুখসাগরে ভাসতে পারেনি তুলসি রানী। মাতৃত্বের স্বাদ তার কাছে বিষাদময়তায় পরিণত হয়েছিল। এমন বিষাদের ছায়া নেমে আসে অনেক সদ্য মায়ের জীবনেই। কিন্তু কেন এমন ভঙ্গুর মানসিক পরিস্থিতি হয়? এর প্রতিকার-ই বা কী? প্রসব পরবর্তী সময়ে মায়েদের এক ধরনের মানসিক সমস্যা দেখা দেয়, যা সাধারণ বিষণ্ণতার বা হতাশার পর্যায়ে থাকে না। তখন শারীরিক (রাসায়নিক), আবেগীয় এবং আচরণগত অনেক পরিবর্তন ঘটে। DSM-5 অনুযায়ী এটি একটি মানসিক সমস্যা, যা কি না সন্তান...