লম্বা সময় পর অবশেষে ছেলেদের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে দলটি। এদিকে এ সুযোগে এক দশকের বেশি সময় পর র্যাঙ্কিংয়ে রাজত্ব পুনরুদ্ধার করেছে স্পেন। হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোনো উন্নতি-অবনতি নেই। আগের মতো ১৮৪ নম্বরে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।র্যাঙ্কিংয়ের ওপরের দিকে বড় পরিবর্তনের কারণ বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার হার। সেপ্টেম্বরে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতলেও ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে। একই সময়ে স্পেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ আর তুরস্ককে ৬-০ গোলে হারিয়েছে।শীর্ষে ওঠা স্পেনের পয়েন্ট ৮.২৮ বেড়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৭৫.৩৭। বিপরীতে আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৫.৩৬ থেকে ১৫.০৪ কমে ১৮৭০.৩২ হয়ে গেছে। শুধু স্পেনই নয়, আর্জেন্টিনাকে টপকে গেছে ফ্রান্সও। তবে দুইয়ে...