বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর আইনি বৈধতা দেওয়া হোক। এখন পর্যন্ত সেসব বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এটি এখন সরকারের জরুরি দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনমত সৃষ্টির জন্য সারা দেশব্যাপী কর্মসূচি পালন করছে। আমরা আশা করছি ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোর জন্য আইনি বৈধতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা না হলে আগামীতে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর একটি হাসপাতালে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর এটিএম আজহারুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছিল দেশটি যেন আগের শাসন থেকে নতুন শাসনের দিকে ফিরে যায়।...