জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান। এসময় বিশেষ অতিথি ছিলেন গত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। তবে শপথ অনুষ্ঠানে একমাত্র অনুপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক মাহামুদুল হাসান (কিরণ)। শপথ গ্রহণের পূর্বে নির্বাচনের পোলিং এজেন্টের দায়িত্ব পালন ও ভোট গণনা করতে এসে অকাল প্রয়াত বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রক্রিয়া আবার শুরু হয়েছে। আমরা মনে করেছিলাম ডাকসু এবং জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া...