দেশে শিক্ষিত নারীদের মধ্যে বেকারত্ব ক্রমশ বাড়ছে। এরই মধ্যে আবার দেশের ব্যাংক খাতে নারী কর্মীদের অংশগ্রহণও কমছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ‘জেন্ডার ইকুয়ালিটি রিপোর্ট অব ব্যাংকস অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস’ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, ২০২৪ সালের শেষ ছয় মাসের তুলনায় চলতি ২০২৫ সালের প্রথম ছয় মাসে ব্যাংকে নারী কর্মী কমেছে ৪ দশমিক ৯৬ শতাংশ বা ১ হাজার ৮৬৭ জন। শীর্ষ ব্যাংকাররা বলছেন, চলমান অর্থনৈতিক সংকটের কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া ধীর হয়ে গেছে এবং নতুন নিয়োগের ক্ষেত্রে পুরুষদের প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার সমস্যায় জর্জরিত কয়েকটি ব্যাংকে অভ্যন্তরীণ অস্থিরতার কারণেও কিছু নারী কর্মী চাকরি ছেড়েছেন। ওই প্রতিবেদনের বরাতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের জুনে দেশের ব্যাংক খাতের মোট ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন...