বিলুপ্ত ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি যেভাবে সংগীতে অবদান রেখেছেন, আজও তা শ্রোতাদের হৃদয়ে অনুরণন সৃষ্টি করে। সেই কিংবদন্তি গায়িকার জীবনকর্ম ও সংগীত নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’। সম্প্রতি চ্যানেল আইয়ে প্রচারের পর এটি এখন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হয়েছে। এ তথ্য ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছে চ্যানেল আই প্রেস উইং। ডকুফিল্মটি নির্মাণ, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যেখানে ষাটের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সাবিনা ইয়াসমিনের দীর্ঘ সংগীতযাত্রা, সংগ্রাম, সাফল্য ও স্মৃতিময় গল্পগুলো উঠে এসেছে। এ ছাড়া নতুন প্রজন্মের কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন এই শিল্পীর বিপুল ভাণ্ডার থেকে বাছাই করা ১২টি গান। শাইখ সিরাজের ভাষ্য, ‘সাবিনা ইয়াসমিনের ক্যারিয়ারে ১৫...