বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হতে পারে। বৃহস্পতিবার বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক। কিন্তু রাজনৈতিক কিছু মহলের প্রভাবের কারণে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা দাবি করেছি, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে। বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিজমের জন্ম হবে।” তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি আগে বলেছিলেন, আমরা বিদ্যমান রাষ্ট্রকাঠামো সংস্কার করব। কিন্তু যারা এখনই বলতে পারে, তারা আগামী সরকারে এসে সব পরিবর্তন মুছে দিতে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের...