প্যানেলটি ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে পরিচিত। এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হিসেবে রাখা হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নাম ঘোষণা করা হয়েছে শাহজালাল হল শিবিরের সভাপতি এবং ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না। প্যানেল ঘোষণার সময় সাইদুল ইসলাম বলেন, “সার্বিক দিক বিবেচনায় ডাকসু, জাকসু ও রাকসুতে ২৪-এর আন্দোলনের স্পিরিটের সেই ঐক্যের বার্তা আমরা প্যানেলে দিয়েছি। আমাদের প্যানেলে ভিন্ন ধর্মাবলম্বী এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরও স্থান দেওয়া হয়েছে।” বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে বলেন, “সংগঠনের দায়িত্বশীলদের পাশাপাশি অন্যান্য জায়গায় যারা ভালো কাজ করেছেন তাদেরও এ প্যানেলে রাখা হয়েছে।” প্যানেলে নির্বাহী সদস্য...