ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সমস্যা সমাধানে শিগগিরই ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালু করা হবে বলে জানিয়েছেন ডাকসুর নব নির্বাচিত জিএস এসএম ফরহাদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন ফরহাদ। এসএম ফরহাদ বলেন, ‘আমরা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালু করা হবে। আমরা সমস্যা অনুযায়ী টিম করে দিবো। সেই টিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্ৰহণ করবে। এছাড়াও ক্যানটিন স্টাফ ও ম্যানেজারদের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসার ব্যাপারে ভাবছি।’ ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের মধ্যে সাংবাদিক সমিতিকে আমি সবার আগে রাখি। ফ্যাসিবাদের চরম সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাহসী ভূমিকা রেখেছে। এসময় ডাকসুর সব আর্থিক কার্যক্রম অডিটের আওতায় আনার প্রতিশ্রুতিও দেয় নতুন নেতৃত্ব। অনুষ্ঠানে ডাকসুর...