আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া মানে অহেতুক চাপ সৃষ্টি করা এবং তা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আট দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ঐক্যবদ্ধভাবে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান রাজপথে নয়, আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সম্ভব। তাঁর মতে, আলোচনার বিকল্প এড়িয়ে রাজপথে কর্মসূচি দিয়ে...