নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার চলতি বছরে স্থিরতার দিকে ধাপে ধাপে এগোতে থাকে। সেপ্টেম্বরের শুরুতেই সূচক ও লেনদেনে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও মাসের দ্বিতীয় সপ্তাহে সামান্য নিম্নগতি দেখা দেয়। বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের পতন দীর্ঘস্থায়ী নয় এবং বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাজারের সাম্প্রতিক দুর্বলতার পেছনে মূলত আলোচনায় এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো একটি চিঠি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে বাজারে স্থিতিশীলতায় বড় কোনো প্রভাব পড়বে না। বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট রয়েছে এবং বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে বলেও তারা আশা করছেন। সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট এনবিআর একটি চিঠির মাধ্যমে বিএসইসিকে জানায়, ২০২৪-২৫ অর্থবছরে যারা শেয়ারবাজারে লেনদেন থেকে ৫০ লাখ টাকা বা তার বেশি মূলধনী আয় করেছেন, তাদের আয়কর রিটার্নের তথ্য...