নিরাপত্তা ও সুরক্ষার আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো-২০২৫’। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথমবারের মতো এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রেকর্ডেড ভিডিও বার্তায় তিনি বলেন, এই আয়োজন দেশের নিরাপত্তা খাতে একটি বড় উদ্যোগ। ৫০টির বেশি প্রতিষ্ঠান, শতাধিক ব্র্যান্ড এবং ৫শ’র বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। এটি সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও যোগাযোগের সুযোগ তৈরি করবে। ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, আমরা যত বেশি অনলাইনে সংযুক্ত হবো, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকিও ততো বৃদ্ধি পাবে। তাই সাইবার ও ইলেকট্রনিক নিরাপত্তায় বিনিয়োগ জরুরি। গত মে মাসে ডাটা প্রাইভেসি...