নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে উপাচার্যের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।আরো পড়ুন:সোনাপুরের যানজটে নোবিপ্রবি শিক্ষার্থীদের দৈনিক ২৫০০ ঘণ্টা অপচয়নোবিপ্রবিতে বাস সঙ্কট, ভোগান্তিতে শিক্ষার্থীরা সোনাপুরের যানজটে নোবিপ্রবি শিক্ষার্থীদের দৈনিক ২৫০০ ঘণ্টা অপচয় সভায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “আবহমানকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মের মানুষ সহাবস্থান করে আসছে। ধর্মীয় সম্প্রীতির মাঝেই আমরা বেড়ে উঠেছি। এই সম্প্রীতি অটুট রাখতে আমাদের যা কিছু করণীয়, আমরা তা করব।” তিনি বলেন, “কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করে না বা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। প্রতিটি ধর্মই আমাদের ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে শেখায়। এ দেশ আমাদের সবার। তাই...