বলিউড অভিনেতা মুজাম্মেল ইব্রাহিম। ২০০৭ সালে ‘ধোঁকা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। অনেক স্বপ্ন নিয়ে বলিউডে পা রাখলেও দ্রুতই তা দুঃস্বপ্নে রূপ নেয়। কারণ পরিচালক পূজা ভাটের অকথ্য নির্যাতন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল। এতে করে মনের ভেতর যে ক্ষত তৈরি হয়েছে, তা এখনো বয়ে বেড়াচ্ছেন ৩৯ বছরের এই অভিনেতা। হিন্দি রুশকে দেওয়া সাক্ষাৎকারে মুজাম্মেল ইব্রাহিম বলেন, “আমি আগে কখনো এতটা টক্সিক পরিবেশ দেখিনি। আমি এতটা গালাগাল শুনে অভ্যস্ত ছিলাম না। ওটা আমার জন্য খুবই ট্রমাটিক অভিজ্ঞতা ছিল।”আরো পড়ুন:বাবার ঠোঁটে মেয়ের চুমু: সেই বিতর্কিত ছবি নিয়ে ফের মুখ খুললেন পূজামহেশের ‘আপত্তিকর’ স্পর্শ, নেটদুনিয়ায় নিন্দার ঝড় (ভিডিও) বাবার ঠোঁটে মেয়ের চুমু: সেই বিতর্কিত ছবি নিয়ে ফের মুখ খুললেন পূজা মহেশের ‘আপত্তিকর’ স্পর্শ, নেটদুনিয়ায় নিন্দার ঝড় (ভিডিও) প্রচণ্ড চাপের মধ্যে কাজ...