কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংক পিএলসি দেশের আর্থিক খাতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে। ব্যাংকটি প্রথমবারের মতো সম্পূর্ণ ১০০% রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে। এই উদ্যোগ মেঘনা ব্যাংকের টেকসই ব্যাংকিং ও পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতি জোরদার করেছে । একই সঙ্গে ব্যাংকটি দুটি নতুন প্রিমিয়াম ভিসা ক্রেডিট কার্ড উন্মোচন করেছে—গ্রিন প্লাটিনাম ক্রেডিট কার্ড এবং উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড। গ্রিন প্লাটিনাম কার্ড ব্যাংকের পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতীক এবং উইমেন প্লাটিনাম কার্ড নারীদের ক্ষমতায়ন, উন্নত জীবনধারা ও নানাবিধ আর্থিক সুবিধা নিশ্চিত করবে। * নির্বাচিত বিলাসবহুল হোটেল ও রিসোর্টে ১ রাত থাকার সঙ্গে ১ রাত ফ্রি (শুধু গ্রিন প্লাটিনাম) * বার্ষিক ক্যাশব্যাক সুবিধা – গ্রিন প্লাটিনামে ৪৩,০০০ টাকার বেশি এবং উইমেন প্লাটিনামে ৩৭,০০০ টাকার বেশি; যা জীবনধারা, কসমেটিকস, উপহার সামগ্রীর দোকান, রেস্টুরেন্ট,...