রায়হান রাফী পরিচালিত বছরের বহুল আলোচিত ছবি ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন একুশে পদকে ভূষিত বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন। পেয়েছেন প্রশংসাও। অথচ এই সিনেমায় শুরুতে তিনি অভিনয়ই করতে চাননি! ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের জনপ্রিয় পডকাস্টের ৮ম পর্বে অতিথি হয়ে এমন তথ্যই জানালেন এই কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে আফজাল হোসেন কথা প্রসঙ্গে বলেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শুরুতে তিনি অভিনয় করতে চাননি। পরবর্তীতে বন্ধু ফরিদুর রেজা সাগরের অনুরোধে তিনি পুনবির্বেচনা করেন। যদিও শেষ পর্যন্ত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকরই হয়েছে। অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানকে ‘লক্ষ্মী ছেলে’ সম্বোধন করে আফজাল হোসেন বলেন, ক্যারিয়ারের ২৬ বছর পার করার পরও শাকিব খানের প্রতিনিয়ত দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার তাড়না আমাকে মুগ্ধ করে। ভীষণ ইতিবাচক...