জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচারের দাবি, নির্বাচনে লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বিদেশে পাচার হওয়া টাকার প্রত্যাবহার এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগসহ সাত দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এই সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক ও সামাজিক দায়িত্বশীলদের কাছে দ্রুত সুষ্ঠু বিচার ও সংশ্লিষ্ট দাবি বাস্তবায়নের আহ্বান জানায়। সমাবেশে খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী দাবি করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। শাহবাগ, ২১ সালের হত্যা এবং ২৪ সালের আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা ফেরত আনার উদ্যোগও ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক স্তরের বিদ্যালয়ে...