অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে ‘জাতীয় বিপর্যয় অনিবার্য’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ। পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার বিকালে ঢাকায় বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। “জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য। এ ছাড়া কোনো নির্বাচনি প্রক্রিয়া দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনবে না।” জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে পূর্বঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে মিছিল বের করে বাংলাদেশ খেলাফত মজসিল। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পল্টন ঘুরে আবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে গিয়ে শেষ হয়। সেখানে...