যুক্তরাজ্যে আগামী চার বছরে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় যুক্তরাজ্য সফরের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার এক পোস্ট থেকে জানা গেছে এ তথ্য। পোস্টে সত্য নাদেলা লিখেছেন, আমরা আটলান্টিকের দুই প্রান্তের মানুষ ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আজ আমরা যুক্তরাজ্যে চার বছরে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছি, যার মধ্যে দেশের বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগের অর্ধেক অর্থাৎ ১৫ বিলিয়ন ডলার ব্যয় করা হবে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সম্প্রসারণে। গবেষণা ও বাণিজ্যিক উভয় খাতের কার্যক্রমে সহায়তা দেওয়া হবে এর আওতায়। এদিকে রাষ্ট্রীয় সফরের শেষদিন অর্থাৎ, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে...