বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণা প্রকল্পের কাজে ব্যবহৃত ১৪টি ভেড়া চুরি হয়েছে। চুরি হওয়া ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ নামে উন্নত দুটি জাতের। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফটক সংলগ্ন খামার থেকে এ চুরির ঘটনা ঘটে। তবে সেখানে রাতে কোনো প্রহরী দায়িত্বে না থাকায় সুনির্দিষ্টভাবে কোন সময়ে চুরি হয়েছে তা জানা যায়নি।আরো পড়ুন:গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন১৬ দিন ধরে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ বাকৃবি ছাত্রশিবিরের গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন ১৬ দিন ধরে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ বাকৃবি ছাত্রশিবিরের বাকৃবির ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, ডিউটিরত দুইজন কর্মী গতকাল বুধবার বিকেল ৫টার পর দায়িত্বস্থল ছেড়ে চলে যান। রাতে খামারটি সম্পূর্ণ ফাঁকা...