১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস, সম্প্রতি ‘টেক রিসার্চ এশিয়া’ এর সাথে "দ্য ফিউচার অফ সাইবার সিকিউরিটি ইন এশিয়া প্যাসিফিক অ্যান্ড জাপান" প্রতিবেদনটি প্রকাশ করে। এটি প্রতিবেদনটির পঞ্চম সংস্করণ। এতে দেখা যায়, এশিয়া প্যাসিফিক এবং জাপান (এপিজে) অঞ্চল জুড়ে সাইবার নিরাপত্তার কর্মক্ষেত্রে কাজের চাপ উচ্চমাত্রায় বেড়েছে। জরিপকৃত ৮৬ শতাংশ প্রতিষ্ঠান এই সমস্যার সম্মুখীন হয় (২০২৪ সালের ৮৫% থেকে বৃদ্ধি পেয়ে)। সাইবার হুমকি, রিসোর্সের অভাব এবং জটিল প্রক্রিয়াই মূলত কর্মীদের উপর কাজের চাপ বা বার্নআউটের কারণ। ২০২৫ সালের এই প্রতিবেদনটিতে আরও দেখা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কীভাবে সাইবার নিরাপত্তার উপর দ্বিমুখী প্রভাব ফেলছে। একদিকে এআই এর টুলসগুলো সাইবার নিরাপত্তা খাতের কাজ সহজ করেছে, অন্যদিকে এআই এর ব্যবহারের ফলে সাইবার নিরাপত্তার অনেক...