ঢাকা : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ছোটভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গত দুই বছর ধরে চর্চা চলছিল অভিনেত্রী হুমা কোরেশির। এর মধ্যেই কি সত্যিই বাগদান সারলেন অভিনেত্রী? সে প্রশ্নে হুঙ্কার দিলেন হুমা সবাই শান্ত হন।নীরবতা ভাঙলেন অভিনেত্রী হুমা কোরেশি। দুদিন আগের কথা বাগদান সেরেছেন অভিনেত্রী। তার আগে শোনা গিয়েছিল, সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হুমা কোরেশি। কিন্তু তা নিয়েও কোনো কথা বলেননি অভিনেত্রী। এসব জল্পনার মাঝে ইঙ্গিতপূর্ণ লেখা শেয়ার করে নিলেন তিনি।সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি খাবারের ছবি শেয়ার করেছেন। তার ওপরে অভিনেত্রী লিখেছেন সবাই শান্ত থাকুন। নিজের কাজে মন দিন। আমি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছালাম।নায়িকার বাগদানের যত জল্পনা, তার সূত্রপাত হচ্ছে হুমার ঘনিষ্ঠ এক বন্ধুর সামাজিক মাধ্যমের একটি পোস্ট থেকে। অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের...