গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশে চীনা দূতাবাস বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার চীন দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে একটি ভিডিও বার্তা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধান রাজনৈতিক দলগুলোর সিনিয়র প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ ৬০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী, প্রবাসী চীনা, গণমাধ্যম পেশাজীবী এবং থিংক ট্যাংক...