শিশু-কিশোরদের রোবোটিক্স ও স্টেম শিক্ষায় অনুপ্রাণিত করতে স্পেস ইনোভেশন ক্যাম্প ও ব্র্যাক ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করেছে রোবটিক্স প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ জুনিয়র্স প্রেজেন্টস রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’। গত ১৩ সেপ্টেম্বর ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ৩০টিরও বেশি স্কুল থেকে অংশগ্রহনকারীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ৬-১০ বছর এবং ১১-১৩ বছর ক্যাটাগরিতে প্রায় ৫০ এর অধিক টীম নক-আউট ফরম্যাটে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। পুরস্কারপ্রাপ্তরা হলেন ৬-১০ বছর ক্যাটাগরিতে আগাখান একাডেমি থেকে ২য় রানার্স আপ, রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে টীম স্ট্রলার স্ট্রাইকার (টীম মেম্বার আহমেদ আইদান আবদুল্লাহ এবং আহমেদ আলি আব্দুল্লাহ), টীম স্পিডিসার্কি (টীম মেম্বার আফরাজ রাহগির) এবং টীম টেকটাইটান (টীম মেম্বার ইরউইন তানিম)। ১০-১২ বছর ক্যাটেগরিতে ২য় রানার্স আপ হয়েছেন নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা...