এআই চ্যাটবট গ্রক-এর পরবর্তী সংস্করণে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এজিআই হচ্ছে এআইয়ের আরও উন্নত এক সংস্করণ, যা মানুষের মতো সব ধরনের চিন্তা-ভাবনা, শেখা ও কাজ করতে পারবে, এমনকি কিছুক্ষেত্রে মানুষকেও ছাড়িয়ে যেতে পারে। মাস্কের এমন দাবিকে বড় বিষয় হিসেবে দেখছেন অনেকে। কারণ এখন পর্যন্ত কোনো এআইনির্ভর কোম্পানিই এজিআই তৈরি করার পর্যায়ে পৌঁছায়নি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। গ্রক চ্যাটবটটি তৈরি করেছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই। মাস্ক এটিকে ‘বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘প্রতিটি বিষয়ে পিএইচডি লেভেলের চেয়েও ভালো’ তার এই এআই। মাস্কের এআই চ্যাটবটের সর্বশেষ সংস্করণ গ্রক ৪, যা চালু হয়েছে জুলাইয়ে। এ আপডেটের গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, এখন গ্রক নিজের উত্তর তৈরির জন্য মাস্কের সামাজিক...