ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি কেন জনগণের ওপর আস্থা রাখতে পারছে, তা স্পষ্ট নয়। তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের রায়েই সব ঠিক হবে। সেখানে বিএনপির সমস্যা কোথায়?’ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, ‘পিআর নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। জরিপেও দেখা গেছে, দেশের অধিকাংশ মানুষ এ ব্যবস্থার পক্ষে। বিএনপি যদি সত্যিই জনগণের ওপর আস্থা রাখে, তবে চাইলে তারা ৯০ শতাংশ ভোট পেয়ে এককভাবে ২৭০ আসন জিতুক—আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপি কেন এই আস্থা দেখাতে পারছে না?’ তিনি প্রস্তাব করেন, ‘পিআর পদ্ধতি নিয়ে গণভোট হোক। জনগণ যদি এর বিপক্ষে রায় দেয়, তবে আমরা আর...