দাবি যে কেউ করতেই পারেআমীর খসরু বলন, এটা (পিআর পদ্ধতির নির্বাচন) চাইতেই পারে কোনো অসুবিধা নাই। আরও অন্যান্য অন্য কিছু চাচ্ছে। আমাদেরও আবার চাওয়ার কিছু আছে। সব জায়গায় যে ঐকমত্য হয়েছে তা তো না, ঐকমত্য হওয়ারই কথা না। কারণ সবাই বিভিন্ন দল,বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তা ভাবনা। সুতরাং সব জায়গাতে ঐকমত্য হবে এটা কেউ বিশ্বাস করার কোন কারণ নাই। তাইলে তো আলাদা আলাদা দল হইতো না। আমরা বাকশাল হয়ে যেতাম তাই না। সুতরাং সেই চাওয়াটা অসুবিধা নাই। কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে আর এটাই গণতন্ত্র।গণতন্ত্র না হলে পরাজিতরা লাভবান হবেতিনি বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে তাদের জনগণের ওপর আস্থা থাকতে হবে তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি, যে পরিবর্তন যারা...