জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানিয়েছেন, বাজারদর অ্যাপ বাজারে দামের কারসাজি রোধে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করবে। ফলে কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সহজ হবে। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এরপর ব্যবহারকারীকে বিভাগ ও জেলা নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ‘খাদ্যসামগ্রী’ বা ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে...