আমরা দীর্ঘদিন ধরে ব্যাংকখাতকে কেবল লেনদেন ও মুনাফা অর্জনের মাধ্যম হিসেবেই দেখে এসেছি। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে। একটি দেশের ব্যাংকিং ব্যবস্থা শুধু অর্থনৈতিক লেনদেনের কাঠামো নয়, এটি সমাজের আত্মাকে ধারণ করতে পারে এবং জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ব্যাংকগুলো সমাজ থেকে লাভ সংগ্রহ করে, আর সেই লাভের একটি অংশ সমাজে ফিরিয়ে দেওয়াই তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব হওয়া উচিত। এটি কেবল আইন বা নীতিমালার প্রশ্ন নয়—এটি মানবিকতার প্রশ্ন। এই দায়িত্ব উপেক্ষা করলে সমাজের সঙ্গে ব্যাংকগুলোর সম্পর্ক দুর্বল হয়ে পড়তে পারে। এমনকি ক্ষেত্রবিশেষে সম্পর্ক ভেঙেও যেতে পারে। বাংলাদেশ ব্যাংক ২০০৮ সালে একটি স্পষ্ট নির্দেশনা দেয়। প্রতিটি ব্যাংককে বার্ষিক নিট মুনাফার একটি নির্দিষ্ট অংশ সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করতে হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী শিক্ষা ও...