ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের পর প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোট গ্রহণ শেষে ডাকযোগে তা দেশে ফেরত আনা হবে। দেশের অভ্যন্তরে ভোটের দায়িত্বে থাকা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তবে তাদেরকেও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “নিবন্ধিত প্রবাসীরাই পোস্টাল ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। নিবন্ধন করে দেশে এসে কোনো প্রবাসীর ভোট দেওয়ার সুযোগ নেই।” ইসি সচিব জানান, অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নাগাদ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে, তা পরে জানানো হবে। ডাক বিভাগের মাধ্যমে...