বাংলাদেশের সিনেমা হল আবারও বড় ধাক্কায় পড়ছে। ঈদ ছাড়া সারা বছর দর্শক টানতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহ। সবচেয়ে ভুক্তভোগী সিঙ্গেল স্ক্রিন! কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে দুটি আধুনিক সিনেমা হল— ঢাকার অদূরে কেরানীগঞ্জের লায়নস সিনেমাস ও বগুড়ার মধুবন। একসময় যেগুলোকে নতুন প্রজন্মের বিনোদনের ভরসা বলা হচ্ছিল, আজ সেগুলোও দর্শক সংকটে টিকে থাকতে পারছে না। ঢাকার বাইরের অত্যন্ত সু-সজ্জিত সিনেমা হল হচ্ছে বগুড়া শহরের পৌরসভা এলাকার মধুবন সিনেপ্লেক্স। ২০২১ সালে আধুনিকভাবে মধুবন চালু করা হলেও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে ‘একেবারে বন্ধ’ করে দেয়া হচ্ছে আধুনিক এই প্রেক্ষাগৃহটি। মধুবন সিনেমা হলের মালিক রোকনুজ্জামান ইউনূস বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানান। আক্ষেপ নিয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, মধুবন ‘একেবারে বন্ধ’ রাখছি। সিনেমা হল ভেঙে ওখানে কী...