দুর্গাপূজা উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ গেল ভারতে NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ব্রাহ্মণবাড়িয়া: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানির কার্যক্রম শুরু করা হয়।স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকালে দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ১১ শ ৯০ কেজি ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দরে আসে। শুল্ক কার্যক্রম সম্পন্ন করার পর সেগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয় বাজারে ইলিশের ব্যাপক চাহিদা থাকে। সেই চাহিদা পূরণে সরকার দেশের ৩৭ প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি করবে। প্রথম দফায় ১১ শ ৯০...