কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের ডাক দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। সংগঠনের মহাসচিব মুহিউদ্দিন রাব্বানী বৃহস্পতিবার বিকালে জানিয়েছেন, “১৫ নভেম্বর সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের মহাসম্মেলন শুরু হবে।” এর আগে বুধবার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদ্রাসায় কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ’র ঢাকা মহানগরীর ৪ নম্বর জোনের উদ্যোগে ওই সভা আয়োজন করা হয়। সভায় মুহিউদ্দিন রাব্বানী বলেন, “কাদিয়ানী সম্প্রদায় এদেশের মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করছে। দীর্ঘদিন ধরে আলেম-ওলামা ও তৌহিদী জনতা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সে দাবি উপেক্ষা করছে। সরকার যদি শান্তিপূর্ণ দাবিকে উপেক্ষা করে, তবে প্রয়োজনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা...