আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। তিনি বলেন, দেশে এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠনসহ সবকিছু চলছে।এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে কি না আমাদের সন্দেহ রয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আহমদ আবদুল কাদের বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন। কিন্তু, দেওয়ার জন্য ব্যবস্থা আপনি করছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। পুলিশ ঠিকমতো এখনো কাজ করছে না। তাহলে আপনি নির্বাচন দেবেন কীভাবে? তিনি বলেন, এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠনসহ সবকিছু চলছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে। তাই আমরা চাই, আপনারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে...