ধরে নেওয়া যাক, ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও একটি সংঘাত শুরু হলো। পাকিস্তান তখন বিপর্যস্ত, আর তারপর রয়্যাল সৌদি এয়ার ফোর্স ইসলামাবাদকে সাহায্য করার জন্য তাদের এফ-১৫ এবং ইউরোফাইটার টাইফুন পাঠাল। সৌদি আরবের সঙ্গে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির পরিপ্রেক্ষিতে পাকিস্তান এমন ‘স্বপ্ন’ দেখতেই পারে। কিন্তু পাকিস্তানের এই ফ্যান্টাসি বা ‘অলীক ভাবনা’ সৌদি আরবের অগ্রাধিকার কিংবা বাস্তব পরিস্থিতির সঙ্গে নাও মিলতে পারে। বিশ্লেষকরা এই চুক্তিকে নিছকই এক ধরনের ‘ভান’ বা ‘লোক দেখানো’ বলে অভিহিত করছেন, যার লক্ষ্য ভারতের চেয়ে ইসরায়েলের দিকে বেশি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সৌদি আরব এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে গতকাল বুধবার স্বাক্ষরিত ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে’ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। চুক্তিটিতে কোনো দেশের নাম উল্লেখ না করে বলা হয়েছে, ‘দুই দেশের যে কারও বিরুদ্ধে যেকোনো আগ্রাসন...