বৃহত্তর সিলেটের চা বাগানের সূচনা থেকেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আদিবাসী, বর্ণহিন্দু ও বিভিন্ন জনগোষ্ঠীকে শ্রমিক হিসেবে নিয়ে আসা হয়। চা শ্রমিকরা আমাদেরই আপনজন। মূলত সাঁওতাল, গারো, মু-া, মাহালী, উড়িয়া, কোল, ভূমিজ, ভূঁইয়া, রাজোয়ার, রবিদাস, পাহান, উরাও, খোদাল, তেলেগু, খ-, খাড়িয়া, বাউরি, লায়েক, নায়েক, ফুলমালি, ছত্রি, কর্মকার, ময়রাচাষা, গোয়ালা, খেওতমওজি, মালি, সবর, বাইগা, টনটো, ভক্তা, কৃষ্ণগোয়ালা, কুমার, তাঁতি, সওরা, গোয়ার, বোয়ার্জি, মিথার, বাগতি সম্প্রদায়ের লোকজনই সর্বাধিক কাজের সঙ্গে যুক্ত। ১৯৫১ খ্রিষ্টাব্দের আদমশুমারি অনুযায়ী, চা বাগান এলাকায় শ্রমিক সংখ্যা ছিল ১ লাখ ৫৭ হাজার ৪১৯ জন এবং ১৯১১ খ্রিষ্টাব্দে তা ছিল ১ লাখ ৪৪ হাজার ৮৭৬ জন। এই বিশাল জনগোষ্ঠী খ্রিষ্টান, হিন্দু ও নিজস্ব কিছু ধর্ম পালন করে আসছেন। হিন্দু ধর্মের রীতি-রেওয়াজ পালন করলেও কিছু জটিলতা রয়ে গেছে। সে যাই হোক,...